শেরপুরের শ্রীবরদীর সীমান্ত এলাকা থেকে ভারতের আসাম রাজ্যের এক নাগরিকসহ দুইজনকে আটক করেছে বিজিবি।এসময় তাদের কাছ থেকে ৩শ’ ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ হাজার ২শ’ ৫০ ভারতীয় রুপি উদ্ধার করা হয়।
শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার খারামোরা গ্রামের ভারতীয় সীমানা সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, ভারতের আসাম রাজ্যের দক্ষিণ শালমারা জেলার মানকেরচর থানার কাকড়িমারার শঠিমারী গ্রামের খলিল মিয়ার ছেলে মফিজল হক (৩০) ও খারামোরা গ্রামের আব্দুল মতিনের ছেলে সুমন মিয়া (২৪)। এসময় তাদের কাছ থেকে ৩শ’ ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ হাজার ২শ’ ৫০ ভারতীয় রুপি উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় পৃথক তিনটি মামলা হয়েছে।
জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে শ্রীবরদী উপজেলার খারামোরা গ্রামের ভারতীয় সীমানা সংলগ্ন রাস্তায় সন্দেহাতীতভাবে দুই যুবক ঘোরাঘুরি করছিল। এসময় তাওয়াকোচা বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদেরকে আটক করে। পরে তাদের কাছ থেকে ৩শ’ ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ হাজার ২শ’ ৫০ ভারতীয় রুপি উদ্ধার করে।
পরে শনিবার সকালে তাদেরকে থানায় হস্তান্তর করে বিজিবি। এ ব্যাপারে তাওয়াকোচা বিজিবি ক্যাম্প কমান্ডার বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, তাদের বিরুদ্ধে মাদক আইনসহ পৃথক তিনটি মামলা হয়েছে। আটককৃতদের বিকালে কোর্টে সোপর্দ করা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন