মাগুরা সদর উপজেলা গোল্ডকাপ আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।
শনিবার বিকালে রাউতড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন।
সদর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আলী আকবর, পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল।
১৩ টি ইউনিয়ন ৩টি ভেন্যুতে এ খেলায় অংশ নেবে। উদ্বোধনী খেলায় মঘি ইউনিয়ন পরিষদ হাজরাপুর ইউনিয়ন পরিষদকে ১-০ গোলে পরাজিত করে। মঘি ইউনিয়নের পক্ষে নাজমুল হোসেন একমাত্র জয় সূচক গোলটি করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন