নরসিংদীর পলাশে হত্যা মামলার রহস্য উদঘাটনসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার কৃতরা হলো, উপজেলার গজারিয়া ইউনিয়নের সেকান্দরদী গ্রামের ইসমাইলের ছেলে সোহরাব (২০), খোকনের ছেলে জুয়েল (২৩), কাদের মেম্বারের ছেলে সুজন (২২), বিল্লালের ছেলে ইয়ামিন (১৮) ও জাকিরের ছেলে ইয়ামিন (২২)।
শনিবার বিকালে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নাসির উদ্দিন সাংবাদিকদের এ তথ্য জানান।
ওসি নাসির বলেন, এদের মধ্যে ৩ জন এ হত্যাকাণ্ডে ও ডাকাতির ঘটায় জড়িত থাকার বিষয়ে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদুর রজমান নাহিদের আদালতে ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আসামিদের স্বীকারোক্তি অনুযায়ি এ ঘটনায় ৯ জন প্রত্যক্ষ ও প্ররোক্ষ ভাবে অংশগ্রহণ করে।
এদের মধ্য সেকান্দরদী গ্রামের আনিসুরের ছেলে শাকিল (২৫), ফজলুর রহমানের ছেলে নাঈম (২২), মাইনুদ্দিনের ছেলে মিঠু (২৫) ও শিবপুর উপজেলার মোল্লা মার্কেট এলাকার ফিরুজের ছেলে নাহিদ (১৮) পলাতক রয়েছে। পলাতক আসামিদের গ্রেফতার করতে পুলিশের বিশেষ অভিযান অব্যহত রয়েছে বলে ও জানান ওসি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন