বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) পরিচ্ছন্নতা কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
শনিবার বিকেলে বরিশাল ক্লাব চত্ত্বরে এক সভায় মেয়র বলেন, যারা দিনরাত পরিশ্রম করে নগরীকে পরিস্কার পরিচ্ছন্ন রাখেন তারা প্রত্যেকেই একেক জন একজন সাদিক আবদুল্লাহ।
বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইসরাইল হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় মেয়র সাদিক বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় পরিচ্ছন্ন নগরী গড়ে উঠছে। পরিচ্ছন্ন কর্মীদের উদ্দেশ্যে মেয়র বলেন, আপনাদের কোন দাবি করতে হবে না। দায়িত্ব নেয়ার পর তিনি পরিচ্ছন্নতা কর্মীদের বেতন বৃদ্ধি করেছেন। সীমিত আয়ের মধ্যেও অনিয়মিত সকল কর্মচারীদের উৎসব বোনাস চালু করেছেন। বিসিসি’র সকল কর্মকর্তা-কর্মচারীদের সুখে দুখে পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন