রাঙামাটির লংগদুতে কাপ্তাই হ্রদে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতদের নাম- সাদিয়া আক্তার (৩) ও হালিমা আক্তার (৪)। শনিবার লংগদু উপজেলায় কালাপাকুজ্জা ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কালাপাকুজ্জা ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা মো. ইউসুফ মিয়ার মেয়ে সাদিয়া আক্তার ও পাশের বাড়ির মো. রাসেল মিয়ার মেয়ে হালিমা আক্তার খেলতে যায়। এপর থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের আর কোন খোঁজ পাওয়া যায়নি। এখবর সবখানে জানাজানি হয়ে গেলে আশপাশের প্রতিবেশীসহ তাদের স্বজনরা সাদিয়া ও হালিমাকে নিখোঁজ বের হয়। কোথাও খুঁজে না পেয়ে রাতে কাপ্তাই হ্রদে জাল ফেলে খুজতে থাকে তাদের স্বজনরা। এক পর্যায়ে তাদের মৃতদেহ উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করে।
এ ব্যাপারে রাঙামাটির লংগদু উপজেলার কালাপাকুজ্জা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মিয়া বলেছেন, নিখোঁজ হওয়ার পর র্দীঘক্ষণ চেষ্টা চালিয়ে কাপ্তাই হ্রদে থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কিভাবে এ ঘটনা ঘটলো তার কোন সঠিক তথ্য জানা যায়নি।
বিডি প্রতিদিন/এ মজুমদার