বগুড়ায় মাদক ও বিদেশি পিস্তলসহ আশরাফ ফেরদৌস ওরফে সোহাগ চৌধুরী (৪৫) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার দুপুরে শহরের কালিতলা হাট সংলগ্ন নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে ভীতি সৃষ্টি, মাদক ব্যবসা, ভাঙচুর ও অগ্নিসংযোগসহ বগুড়া সদর থানায় ৬টি মামলা রয়েছে বলে র্যাব-১২ ক্যাম্পের সদস্যরা জানিয়েছে।
র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এসএম মোর্শেদ হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার দুপুরে সোহাগ চৌধুরীকে নিজ বাড়ি থেকে ১০০ পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগাজিনসহ গ্রেফতার করা হয়। সে ওই এলাকার আব্দুল খালেক চৌধুরীর ছেলে। এ ঘটনায় বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন