পুলিশি বাধার মুখে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জেলা বিএনপির মানববন্ধন কর্মসূচী পণ্ড হয়ে গেছে।
আজ বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, যুবদল সভাপতি শামীম মোল্লা, সিনিয়র সহ-সভাপতি এডঃ আব্দুর রহিম গোলাপ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ.এম. বাশার, সাধারণ সম্পাদক মইনুল হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি শেখ হাফিজুল্লাহ, সাধারণ সম্পাদক ফুজায়েল চৌধুরীসহ বিপুল সংখ্যক নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে জড়ো হয়।
এ সময় মানববন্ধন করতে চাইলে পুলিশ তাদের বাঁধা দেয়। পুলিশি বাধার মুখে নেতাকর্মীরা মানববন্ধন করতে পারেনি।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ