জয়পুরহাট সদর উপজেলার তেঁতুলতলীতে ট্রাকের ধাক্কায় জয় হোসেন নামে পঞ্চম শ্রেণি পড়ুয়া এক ছাত্র নিহত হয়েছে। আজ শুক্রবার দুপুরে জয়পুরহাট-বদলগাছী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জয় হোসেন সদর উপজেলার চকগোপাল গ্রামের গোলজার হোসেনের ছেলে। সে জয়পুরহাট বরেন্দ্র ক্যাম্পাস স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র।
জয়পুরহাট সদর থানার পুলিশ পরিদর্শক রায়হান হোসেন জানান, দুপুরে জয় বাসা থেকে বের হয়ে সাইকেলযোগে বন্ধুর বাসায় যাচ্ছিল। তেঁতুলতলীতে তার বন্ধুর বাসার সামনে পৌঁছানো মাত্র বদলগাছীগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয়রা ট্রাকসহ চালককে আটক করে পুলিশে দেয়।
বিডি-প্রতিদিন/শফিক
 
                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        