২১ সেপ্টেম্বর, ২০১৯ ১৩:৩৮

শোলাকিয়া ঈদগাহের ঐতিহ্য রক্ষার দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জ প্রতিনিধি

শোলাকিয়া ঈদগাহের ঐতিহ্য রক্ষার দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী ও প্রাচীন ঈদগাহ শোলাকিয়ার ঐতিহ্য রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। কিশোরগঞ্জ ও করিমগঞ্জ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদ আজ শনিবার সকালে শোলাকিয়া ঈদগাহে এ কর্মসূচি পালন করে।

পরিষদের সভাপতি রেজাউল হাবিব রেজার নেতৃত্বে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে বক্তারা মডেল মসজিদ কাম ইসলামিক কালচারাল সেন্টারের নামে শোলাকিয়া ঈদগাহের ঐতিহ্য বিনষ্ট করার অপচেষ্টার নিন্দা জানান। তারা মডেল মসজিদ কমপ্লেক্সটি শোলাকিয়া ঈদগাহের পাশে গরুর হাটে নির্মাণের দাবি জানান। 

তারা আরও বলেন, শোলাকিয়া ঈদগাহের ঐতিহ্য বিশ্বব্যাপী স্বীকৃত ও সমাদৃত। যে কোনও মূল্যে এ ঐতিহ্য রক্ষা করতে হবে। এসময় বক্তব্য রাখেন রেজাউল হাবিব রেজা, আবুল মনসুর লনু, শামসুল মালেক চৌধুরী, শফিউল আলম,  ফারুকুজ্জামান, শফিক কবির, আলী রেজা সুমন প্রমুখ।

 

বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর