২১ সেপ্টেম্বর, ২০১৯ ১৫:০৯

কালিহাতীতে প্রধান শিক্ষকের উপর হামলা

টাঙ্গাইল প্রতিনিধি:

কালিহাতীতে প্রধান শিক্ষকের উপর হামলা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দড়িখসিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিদুল ইসলামকে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করেছে। শনিবার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। তাকে রক্তাক্ত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আহত শিক্ষকের ছোট ভাই মুশফিকুর রহমান জানান, গান্ধিনা গ্রামের একটি মসজিদ ও মাদ্রাসার জমি নিয়ে স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে এলাকাবাসীর বিরোধ রয়েছে। তারই জের ধরে বিএনপির সন্ত্রাসীরা তার ভাইকে বিভিন্ন সময় হুমকি দেয়। শনিবার সকালে মফিদুল ইসলাম স্কুলে যাওয়ার পথে সন্ত্রাসীরা হামলা চালিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। 

হাসপাতালের চিকিৎসক শহীদুল্লাহ কায়সার জানান, বর্তমানে তিনি আশঙ্কামুক্ত আছেন। তার শরীরের বিভিন্ন স্থানে সেলাই দেয়া হয়েছে।
কালিহাতী থানার ওসি হাসান আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই শিক্ষকের পক্ষ থেকে কেউ থানায় আসলে মামলা নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর