পঞ্চগড় জেলার বোদা উপজেলায় ৩৫০ বোতল ফেনসিডিলসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার আটক করেছে বোদা থানা পুলিশ। আজ বুধবার সকালে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের বোদা বাসষ্ট্যান্ড সংলগ্ন ব্রীজের সামনে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন ময়ময়সিংহ জেলার গফরগাও উপজেলার আক্কাস আলীর ছেলে কবির (৩২), নবাবগঞ্জ জেলার মৃত শাহাউদ্দীনের ছেলে রাকিব (২১), বরগুনা জেলার আব্দুস সোবহানের ছেলে পান্না (৩০) ও বরগুনা জেলার মৃত শের আলীর ছেলে মাহাবুব (৩৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মো. আশরাফুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এসময় মাদকদ্রব্যসহ তাদের আটক করে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মো. আশরাফুজ্জামান ৩৫০ বোতল ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরূদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ