নেত্রকোনার কেন্দুয়া পৌর এলাকায় বিদ্যুতের খুঁটিতে উঠে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল বিদ্যুৎ শ্রমিক নূরে আলম (৩৫) নামের এক যুবকের। নিহত নূরে আলম পার্শ্ববর্তী আটপাড়া উপজেলার তেলিগাতী ইউনিয়নের মঙ্গলসিদ্ধ গ্রামের আঃ কুদ্দুছ মিয়ার ছেলে। ঘটনাটি ঘটেছে বুধবার বেলা ২টায়র দিকে কেন্দুয়া পৌর সদরের দিগদাইর গ্রামে।
কেন্দুয়া পল্লী বিদ্যুত জোনাল অফিসের ডিজিএম আকতারুজ্জামান লস্কর জানান, আমাদেরকে অবহিত না করে জীবন বাবু নামে বিদ্যুৎ ঠিকাদারের ভাগ্নে সুমিত সরকারের মাধ্যমে বিদ্যুৎ লাইন নির্মানের কাজ করছিলেন নূরে আলম নামে এক কর্মী। তিনি ১নং ফিডারের ব্যারেল ফেলে রেখে দূরের একটি খুঁটিতে উঠে বিদ্যুৎ লাইনে কাজ করছিলেন। দীর্ঘক্ষন বিদ্যুৎ না থাকায় এলাকার গ্রাহকদের অভিযোগের প্রেক্ষিতে পল্লী বিদ্যুতের লোক গিয়ে ফিডারের ব্যারেল সংযোগ দেন। ফলে সঙ্গে সঙ্গে খুঁটির উপরেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান। এ ব্যাপারে মামলা দায়ের করা হবে।
কেন্দুয়া থানার ওসি রাশেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ