দিনাজপুরের বীরগঞ্জে জুয়ার আসর থেকে পৌর কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র মেহেদী হাসানকে আটক করে ১৫ দিনের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দিবাগত রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসন এ রায় দেন।
বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসন জানান, গোপন সংবাদ ভিত্তিতে বীরগঞ্জ থানার এসআই মো. আমজাদ হোসেনকে সঙ্গে নিয়ে ২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় বীরগঞ্জ উপজেলা নিজপাড়া ইউপি’র প্রেমবাজার এলাকায় জুয়ার আসরে অভিযান চালানো হয়। এতে বীরগঞ্জ পৌর সভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র মো. মেহেদী হাসানকে আটক করা হয়। এসময়ে কয়েকজন জুয়ারু পালিয়ে যায়। আটকের পরেই ভ্রাম্যমাণ আদালত গঠন করা হয়। ভ্রাম্যমাণ আদালতে জুয়া খেলার কথা শিকার করে ক্ষমা প্রার্থনা করলে মেহেদীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার