কক্সবাজারের উখিয়ায় কুয়েত প্রবাসী এক যুবকের মা, স্ত্রী ও দুই শিশু সন্তানকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (২৫) দিনগত রাতে উপজেলার কোটবাজার পূর্বরত্নাপালং গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহতরা হলেন কুয়েত প্রবাসী লোকেন বড়ুয়ার মা সখী বড়ুয়া (৬০), স্ত্রী মিলা বড়ুয়া (২৪), দুই সন্তান রবিন বড়ুয়া (৫) ও সনি বড়ুয়া (৬)।
উখিয়া থানার ওসি আবুল মনসুর জানান, বুধবার দিবাগত রাতে যে কোন সময় কে বা কারা একই পরিবারের দুই শিশু ও দুই নারীসহ ৪ জনকে গলা কেটে হত্যা করেছে। পুলিশ খবর পেয়ে সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে গিয়ে বাড়ির তিনটি কক্ষ থেকে মৃতদেহগুলো উদ্ধার করে। ধারণা করা হচ্ছে কুয়েত প্রবাসী লোকেন বড়ুয়ার বাড়ির ছাদের দরজা ভেঙে দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে তাদের গলা কেটে হত্যা করেছে। মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি পূর্বক ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে হত্যাকাণ্ডের কারণ এখনো পুলিশ বের করতে পারেননি। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
বিডি-প্রতিদিন/মাহবুব