বেলা ২টায় ময়মনসিংহ নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ শুরুর কথা থাকলেও এখনো চলছে মঞ্চ তৈরির কাজ। আরও প্রায় ঘণ্টাখানেক পর মঞ্চ তৈরি সম্পন্ন হবে বলে জানিয়েছেন দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর মাহমুদ আলম। তবে মঞ্চ তৈরীর পাশাপাশি স্থানীয় নেতারা বক্তব্য দিচ্ছেন।
বিএনপি সূত্র জানায়, সমাবেশ শুরুর মাত্র তিন ঘণ্টা আগে প্রশাসনের পক্ষ থেকে অনুমতি দেয়া হয়। তাই নির্দিষ্ট সময়ে সমাবেশ শুরু করা সম্ভব হয়নি। এর আগে গতকাল সন্ধ্যায় মঞ্চ নির্মাণের কাজ বন্ধ করে দেয় পুলিশ প্রশাসন।
এদিকে সকাল থেকেই জেলা উপজেলার বিএনপির নেতা-কর্মীরা মিছিল নিয়ে নতুন বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে। এসময় খালেদা জিয়ার মুক্তি চেয়ে স্লোগান দিতে থাকে বিএনপির কর্মী সমর্থকরা।
পরে বেলা ১১টায় পুলিশের পক্ষ থেকে ৯ শর্তে অনুমতি পেলে মঞ্চ তৈরীর কাজ শুরু করে বিএনপি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন