গাজীপুরের শ্রীপুর থেকে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর বগুড়ার শিবগঞ্জ থেকে ৩’শ বস্তা মুরগির খাদ্যসহ ট্রাক উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার শিবগঞ্জের পিরব ইউনিয়নের খরকোনা গ্রামের কীটনাশক ব্যবসায়ী আব্দুর রহমানের গোডাউন থেকে মালামাল উদ্ধার করায় হয়। এসময় ট্রাকের চালকসহ দু’জনকে গ্রেফতার করা হয়।
বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ জানায়, গত ২১ সেপ্টেম্বর শ্রীপুর গাজীপুর থেকে মেসার্স রাব্বী ট্রেডার্স এজেন্সির রিজ্জাকুল ইসলামের প্রতিষ্ঠান থেকে বগুড়া শহরের নামাজগড় এলাকার একটি ব্যবসায়ীয় কাছে ৩’শ বস্তা মুরগির খাবার পাঠানো হয়। মুরগির খাবারের ট্রাকটি গন্তব্যস্থলে না পৌঁছে ট্রাক চালক হেলাল উদ্দিন ও তার সহযোগী শিবগঞ্জ উপজেলার খাদইল গ্রামের লিটন চৌধুরী উপজেলার পিরব ইউনিয়নের খরকোনা গ্রামের কীটনাশক ব্যবসায়ী আব্দুর রহমানের গোডাউনে ওই ৩’শ বস্তা খাদ্য বিক্রি করে দেয়। এই খাদ্যের মূল্য ৮ লক্ষাধিক টাকা।
এদিকে সঠিক সময়ে গন্তব্যে না পৌঁছানোর কারণে অনেক খোঁজের পর মেসার্স রাব্বী ট্রেডার্স এজেন্সির রিজ্জাকুল ইসলাম থানায় অভিযোগ করেন। তার অভিযোগের প্রেক্ষিতে গাজীপুর শ্রীপুর থানা ও শিবগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালায়। পরে বৃহস্পতিবার দুপরের দিকে পুলিশ আব্দুর রহমানের গোডাউন থেকে ওই খাদ্যগুলো উদ্ধার করে। এ সময় কীটনাশক ব্যবসায়ী আব্দুর রহমান ও ট্রাক চালক শেরপুরের হেলাল উদ্দিনকে গ্রেফতার করা হয়। তবে হেলালের সহযোগী লিটন চৌধুরী পলাতক রয়েছেন।
বগুড়ার শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, হারিয়ে যাওয়া ৩’শ বস্তা মুরগির খাদ্য উদ্ধার ও এর সাথে জড়িত থাকার অভিযোগে দু’জনকে গেফতার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন