বাগেরহাটের শরণখোলায় উপজেলা যুবলীগের আহবায়ক ও রায়েন্দা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলনের বিরুদ্ধে জেলেদের বিশেষ বরাদ্দের চাল ওজনে কম দেয়ার অভিযোগে মানববন্ধন, মিছিল-সমাবেশ অনুষ্ঠিত করেছে।
বৃহস্পতিবার সকালে মৎস্যজীবী সমিতির ব্যানারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন, মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলনও কর্মী সমর্থকদের নিয়ে পাল্টা মিছিল বের করলে দু’টি মিছিলই মুখোমুখি হলে দু’পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে দ্রুত পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দু’পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে শরণখোলায় জেলেদের বিশেষ বরাদ্দের চাল ওজনে কম দেয়ার অভিযোগ তদন্ত নেমেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার সকালে সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) দেব প্রসাদ পাল রায়েন্দা ইউনিয়ন পরিষদ ও ইউএনও’র কার্যালয়ে সংশ্লিষ্টদের স্বাক্ষ্যগ্রহণ করেন।
জানা গেছে, চলতি বছরের ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন বঙ্গোপসাগরে মাছ ধরা বন্ধ থাকার কারণে সরকার ইউনিয়ন পরিষদের মাধমে জেলেদের জনপ্রতি ৪৬ কেজি চাল বিশেষ বরাদ্দ দেয়। গত ২৩ আগস্ট রায়েন্দা ইউনিয়নে ওই চাল বিতরণের সময় উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তা জেলেদের কয়েক বস্তা চাল পরিমাপ করে কম দেয়ার অভিযোগ করেন। এসময় জেলেদের করেকটি বস্তা তিনি থানায় জমা করেন। পরে আমিনুর চাপরাশী, খলিল জোমাদ্দার, শাহাবুদ্দিন চাপরাশী, জামাল আকনসহ কয়েকজন জেলে বাগেরহাটের জেলা প্রশাসক বরাবরে ৭-৮ কেজি করে চাল কম দেয়ার বিষয়ে লিখিত অভিযোগ করেন।
ওই অভিযোগের ভিত্তিতে রায়েন্দা ইউপি চেয়ারম্যানের বিচার দাবিতে বৃহস্পতিবার সকালে উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তা মৎস্যজীবীসহ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে মানববন্ধন, মিছিল ও প্রেসক্লাবের সামনে সমাবেশ করেন।
সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন আকনসহ আওয়ামী লীগ ও মৎস্যজীবী নেতারা বক্তব্য রাখেন। এই পক্ষের মিছিল চলাকালে উপজেলা যুবলীগের আহবায়ক রায়েন্দা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলনও কর্মী সমর্থকদের নিয়ে পাল্টা মিছিল বের করেন। দুটি মিছিল মুখোমুখি অবস্থান নিলে উভয় পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করে। পরে খবর পেয়ে পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দু’পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস কে আব্দুল্লাহ আল সাইদ জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন বলেন, অভিযোগের ভিত্তিত্বে জেলা প্রশাসন থেকে তদন্ত শুরু হয়েছে। ওই তদন্ত রিপোর্টের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিবেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে রায়েন্দা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন বলেন, জেলেদের কোনো চাল কম দেয়া হয়নি। আমার প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী আজমল হোসেন মুক্তা তার লোকজন দিয়ে ষড়যন্ত্র করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন।
এ বিষয়ে আজমল হোসেন মুক্তা বলেন, এব্যাপারে সঠিক তদন্ত হলে চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন ফেঁসে যাবেন।
বাগেরহাট জেলা প্রশাসনের তদন্তকারী কর্মকর্তা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) দেব প্রসাদ পাল বলেন, তদন্তে উভয় পক্ষের বক্তব্য নেয়া হয়েছে। ওই বক্তব্য অনুযায়ী রিপোর্ট দেয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিবেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন