গাজীপুরের টঙ্গী আরিচপুর এরশাদ নগরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নয় মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোর থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে নয় মাদক কারবারিকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, রবিন, নূর-মোহাম্মদ, আকাশ, রিমন হোসেন, হৃদয়, শুভ, লিটন, ফাহিম, আমান হোসেন। আটককৃতদের গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই শাহীন মোল্লাসহ একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
এ ব্যাপারে পূর্ব থানা পরিদর্শক (অপারেশন) সুব্রত কুমার পোদ্দার আটকের বিষয়টি নিশ্চত করেন এবং মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে জানান।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন