‘তথ্যের অধিকার, সুশাসনের হাতিয়ার; তথ্যই শক্তি, দুর্নীতি থেকে মুক্তি’ স্লোগান নিয়ে বরিশালে পালিত হয়েছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। জেলা প্রশাসনের আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটির (সনাক) সহযোগীতায় দিবসটি পালনের লক্ষ্যে শনিবার সকাল সাড়ে ৯টায় বরিশাল সার্কিট হাউজ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসনে গিয়ে শেষ হয়।
পরে দিবসটির তাৎপর্য তুলে ধরে জেলা প্রশাসনের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাসের সভাপতিত্বে আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রাকিব, সিনিয়র সাংবাদিক এসএম ইকবাল, সনাক বরিশালের সভাপতি প্রফেসর শাহ্ সাজেদা সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ