চাঁপাইনবাবগঞ্জে স্কুল ব্যাংকিং কনফারেন্স ও মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে টাউন ক্লাব মিলনায়তনে লিড ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংক লিমিটেড, চাঁপাইনবাবগঞ্জ শাখা এর আয়োজন করে।
এই উপলক্ষে ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠিানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, রাজশাহীর নির্বাহী পরিচালক মনোজ কুমার বিশ্বাস।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক ঢাকার ডিজিএম গাজী মাহফুজুল ইসলাম, ইসলামী ব্যাংক রাজশাহী জোনের এসএ ভিপি কাউছার উল আলম, বাংলাদেশ ব্যাংক রাজশাহীর জিএম এএফএম শাহীনুল ইসলাম, স্থানীয় শাখার ব্যকস্থাপক মুহাম্মাদ শাহজাহানসহ অন্যরা।
অনুষ্ঠানে ২৮টি স্কুলের শিক্ষার্থী, প্রধান শিক্ষক, সাংবাদিকসহ স্থানীয় বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিরা অংশ নেন।
বিডি প্রতিদিন/কালাম