বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুল মান্নান বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে উন্নত জীবন দিতে কাজ করে যাচ্ছেন। আগামী ২০৪১ সালে এদেশ ব্রিটেন-আমেরিকার মতো উন্নত দেশে পরিণত হবে। যে দেশে কোন মানুষ গৃহহীন থাকবে না, না খেয়ে মারা যাবে না, চিকিৎসা সেবাসহ সকল ক্ষেত্রে উন্নতি সাধন হবে।
তিনি শনিবার সকাল ১০টায় সারিয়াকান্দির দিঘলকান্দি গ্রোয়েন বাঁধে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির আয়োজনে সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলার চর এলাকায় বসবাসরত দরিদ্র জনগোষ্ঠির জীবন মানউন্নয়ন (এলআইপি) প্রকল্পের উপকারভোগীদের সামাজিক সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির অতিরিক্ত মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মো.আব্দুস সামাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য সাহাদারা মান্নান। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মতিউর রহমান মতি। আরও বক্তব্য দেন আরডিএ বগুড়ার যুগ্ম পরিচালক খালিদ আওরঙ্গজেব।
আব্দুল মান্নান এমপি আরও বলেন, এলাকার মানুষ এক সময় ধানের শীষ নিয়ে ব্যস্ত ছিলেন। কিন্তু তারা আপনাদের উন্নত জীবন দিতে পারেনি। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর দেশে টেকসই উন্নয়নের ফলে তার সুফল দেশের জনগন ভোগ করছে। তিনি প্রশিক্ষণার্থীদের বলেন, শিক্ষা ও প্রশিক্ষন মানুষকে উন্নত জীবনে নিয়ে যায়। তাই এই প্রশিক্ষণকে কাজে লাগিয়ে নিজেদের ব্যক্তি জীবনের উন্নতি ঘটাতে হবে।
এছাড়াও আব্দুল মান্নান এমপি দুপুর ১২টায় উপজেলা পরিষদ হল রুমে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পুজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের মাঝে অনুদানের অর্থ বিতরণ করেন।
বিডি প্রতিদিন/ফারজানা