লক্ষ্মীপুরে স্বচ্ছ, দক্ষ, জবাবদিহি ও জনবান্ধব ভূমিসেবা ব্যবস্থাপনায় শুদ্ধাচার ও উত্তমচর্চা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে সদর উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মাক্ছুদুর রহমান পাটোয়ারী।
এতে জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মো. আনোয়ার হোসেন, পৌরসভার মেয়র আবু তাহের।
এ সময় বক্তারা ভূমি অফিসের কার্যক্রমকে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করার জন্য সকল কর্মকর্তা ও কর্মচারীকে আহ্বান জানান।
বিডি প্রতিদিন/কালাম