বাগেরহাটের মোংলায় প্রায় তিন বছর আগের একটি ডাকাতির ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
গ্রেফতারকৃতদের কাছ থেকে লুটে নেওয়া দুটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।
নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার বালিজোড়া এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে তাদের গ্রেফতার করে বাগেরহাট পিবিআই।
গ্রেফতারকৃতারা হলেন, নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার রামপুর গ্রামের দিলাল মিয়ার ছেলে রুহুল আমিন (২৯) ও একই উপজেলার বালিজোড়া গ্রামের আব্দুল আজিজ খানের ছেলে আব্দুল মান্নান (৬৫)।
বাগেরহাট পিবিআই পরিদর্শক মঞ্জুরুল আহসান মাসুদ জানান, ২০১৬ সালের ২০ নভেম্বর রাতে বাগেরহাটের জেলার মোংলা উপজেলার পশ্চিম শেওলাবুনিয়া গ্রামের জিয়া সড়ক এলাকার একেএম শওকত আলীর বাড়িতে মুখোশধারী ৪ জন ডাকাত ঢুকে দুটি মোবাইল সেট, স্বর্ণালঙ্কারসহ মোট ২ লাখ ৭৪ হাজার টাকার মালামাল লুট করে নেয়। পরে বাড়ির মালিক বাদী হয়ে মোংলা থানায় একটি ডাকাতি মামলা করেন। প্রায় ৩ বছরেও মোংলা থানা পুলিশ ওই ডাকাতি মামলার ক্লু উদ্ধার করতে না পেরে আদালতে মামলাটির ফাইনাল রিপোর্ট দেয়। মামলার বাদী আদালতে ফাইনাল রিপোর্ট নিয়ে না রাজির আবেদন করলে চলতি মাসের ১ তারিখ বাগেরহাট জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পিবিআইকে মামলার তদন্তের নির্দেশ দেন। আদালতের নির্দেশে মোবাইলের আইএমইআই নাম্বারের মাধ্যমে লুট হওয়া মোবাইলে কোন সিম ব্যবহার হচ্ছে সেটা খুঁজে বের করে পিবিআই। এই সূত্র ধরে আব্দুল মান্নান (৬৫) ও রুহুল আমিনকে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলা থেকে গ্রেফতার করা হয়।
বিডি প্রতিদিন/কালাম