বাগেরহাটের মোল্লাহাট উপজেলার আটজুড়ি ইউনিয়নের হাড়িদাহ গ্রাম থেকে নিখোঁজের দু’দিন পর শেখ হাফিজুর রহমান (৪০) নামের এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে হাড়িদাহ গ্রামের একটি খাল থেকে ভাসমান অবস্থায় পুলিশ তার লাশ উদ্ধার করে।
হাফিজুর রহমান হাড়িদাহ গ্রামের সোনা মিয়া শেখের ছেলে। সে দীর্ঘদিন ধরে ঢাকায় সিকিউরিটি গার্ড হিসেবে চাকুরী করছিল। গত ৪ দিন আগে সে বাড়ীতে আসে। গত বৃহস্পতিবার বিকাল থেকে সে নিখোঁজ ছিলো।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবির বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শনিবার দুপুরে হাড়িদাহ গ্রামের এ্যাডমস নাসের একটি সংস্থার পাশের খাল থেকে হাফিজুর রহমানের ভাসমান লাশ উদ্ধার করা হয়। লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেরেই মৃত্যুও সঠিক কারন জানা যাবে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ