বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে থাকা মামলা প্রত্যাহারের দাবিতে বরিশালে পুলিশ বেস্টনীতে পৃথক মানববন্ধন করেছে স্বেচ্ছাসেবক দল। সংগঠনের জেলা ও মহানগর শাখার উদ্যোগে শনিবার সকালে পৃথক এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা শাখার উদ্যোগে সাড়ে ১০টায় অশ্বিনী কুমার হলের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন জেলা (দক্ষিণ) বিএনপি’র সভাপতি এবায়দুল হক চাঁন।
জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি আমিনুল ইসলাম লিপনের সভাপতিত্বে মানববন্ধনে বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপি’র সভাপতি সাবেক এমপি মেজবাউদ্দিন ফরহাদ।
এছাড়া সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জনিসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
জেলা কমিটির মানববন্ধনের পরপরই একই স্থানে একই দাবিতে মানববন্ধন করে মহানগর স্বেচ্ছাসেবক দল। মহানগর কমিটির সভাপতি মাহবুবুর রহমান পিন্টুর সভাপতিত্বে মানববন্ধনে সাধারন সম্পাদক মশিউর রহমান মঞ্জুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এদিকে, স্বেচ্ছাসেবক দলের পৃথক মানববন্ধন উপলক্ষ্যে নগরীর সদর রোড সহ আশপাশের এলাকায় মোতায়েন ছিলো বিপুল সংখ্যক পুলিশ।
বিডি প্রতিদিন/ফারজানা