ধামরাইয়ে ডাকাতের হাতে রমজান মিয়া নামে নবম শ্রেণি পড়ুয়া এক স্কুল শিক্ষার্থী খুন হয়েছেন। এছাড়া এ ঘটনায় ডাকাত দলের সদস্যরা ওই স্কুলছাত্রের বাড়ি থেকে লুট করে নেয় নগদ টাকাসহ স্বর্ণাংকার।
শুক্রবার দিবাগত মধ্য রাতে ধামরাইয়ের জালসা এলাকার সাইদ মিয়ার বাড়িতে এই ডাকাতি ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এর আগে ডাকাত সদস্যরা একই এলাকার আজাহার ও শাজাহান মিয়া নামে আরও দুই ব্যক্তির বাড়িতে হানা দিয়ে লুট করে নেয় নগদ টাকা ও স্বর্ণাংকার । এসময় ডাকাতের হামলার ৫জন আহত। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয় ।
নিহত স্কুলছাত্রের চাচা আজিজুল মিয়া জানান,অজ্ঞাত পরিচয়রের ৮-১০ জনের এক দল ডাকাত গেল রাতে সাইদ মিয়ার বাড়িতে প্রবেশ করে বাড়ির সবাইকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণাংকার লুট করে । এসময় গৃহকর্তা সাইদ মিয়ার ছেলে রমজান মিয়া ডাকাত সদস্যদের বাধা দিতে চাইলে ডাকাত সদস্যরা তাকে দেশীয় অস্ত্র দিয়ে ঘাড়ে ও পিঠে জখম করলে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
এ ঘটনার পর ঢাকা জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। ধামরাই থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) দ্বীপক শাহা বাংলাদেশ প্রতিদিনকে বলেন এই ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িত ডাকাতদের গ্রেফতার করার জন্য বিভিন্ন এলাকার ৫টি চেক পোস্ট বসানো হয়েছে , এবং বিভিন্ন এলাকার অভিযান চলছে।
বিডি-প্রতিদিন/শফিক