সরকারের চলমান দুর্নীতিবিরোধী অভিযানকে স্বাগত জানিয়ে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সম্মিলিত সামাজিক আন্দোলন। আজ শনিবার বেলা ১১টায় শহরের বিজয় চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট অশোক সরকার, অ্যাডভোকেট শেখ এ.কে.এম. নূরুন্নবী, সুলতানা রাজিয়া, অ্যাডভোকেট মায়া ভৌমিক, অ্যাডভোকেট হামিদা বেগম, শেখ সেলিম কবির, ফিরোজ উদ্দিন ভূইয়া, আলফাজ উদ্দিন দীপু, অ্যাডভোকেট সোহেল রানা, খায়রুজ্জামান রবিন প্রমুখ।
বক্তারা বলেন, শুধু রাজনৈতিক নেতা নয়, সরকারি আমলা, নামে বেনামে গজিয়ে ওঠা সংগঠনসহ সর্বত্র এ অভিযান পরিচালনা করতে হবে। পাশাপাশি তৃণমূলেও অভিযান সম্প্রসারণের দাবি জানান তারা।
জেলা মহিলা পরিষদ ও কিশোরগঞ্জ নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চের নেতারাও মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/হিমেল