রংপুর নগরীর ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে ঢাকাগামী একটি বাস চাপায় ইতি আখতার (১৬) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। এতে বিক্ষুব্ধ জনতা রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। তারা ঘাতক বাসটি জব্দ করে। খবর পেয়ে তাজহাট থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে বাসের ড্রাইভার ও হেলপারকে আটক করতে পারেনি পুলিশ।
নগরীর তাজহাট থানার ওসি রোকনুজ্জামান দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, রংপুর নগরীর মীরগঞ্জ তামপাট এলাকার দুলাল মিয়ার মেয়ে ইতি আখতার রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। শনিবার দুপুরে বাসা থেকে বের হয়ে নগরীর ধান গবেষণা ইনস্টিটিউটের কাছে রংপুর-ঢাকা মহাসড়ক পার হয়ে অটোতে উঠতে যাচ্ছিলেন। এসময় রংপুর থেকে ঢাকাগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
বিডি-প্রতিদিন/শফিক