পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, “বর্তমান সময়ে শিক্ষাক্ষেত্রে প্রতিক্রিয়াশীলাতর কোন স্থান নেই। শিক্ষার্থীদের কূপমণ্ডকতা পরিহার করে সুশিক্ষায় শিক্ষিত হয়ে জাতিকে আগামী দিনে নেতৃত্ব দেওয়ার জন্য গড়ে তোলতে হবে। ”
শনিবার দুপুরে সুনামগঞ্জ সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলেজ অডিটোরিয়ামে এ নবীনবরণের আয়োজন করা হয়।
এসময় তিনি বলেন, “একটা সময় এই দেশে ১০টার সভায় প্রধানমন্ত্রী ২ টায় আসতেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্ধারিত সময়ের আগেই সভায় চলে আসেন। তার কাছ থেকে নিয়মানুবর্তিতা ও নেতৃত্ব সর্ম্পর্কে শিখতে হবে।”
মন্ত্রী বলেন, “শিক্ষায় দেশ আজ এগিয়ে যাচ্ছে। শিক্ষিতের হার বেড়েছে। সাক্ষরাতার হার বেড়েছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ আরও এগিয়ে যাবে। নতুন প্রজন্মের ছেলেমেয়েরা তার নেতৃত্বের প্রতি আস্থা রেখে নিজেকে এগিয়ে নিয়ে যাও।”
কলেজের অধ্যক্ষ নীলিমা চন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের বিরোধী দলের হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ এমপি, সুনামগঞ্জ-৫ আসসের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য শামিমা আক্তার খানম, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মো. মিজানুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে ছাত্রলীগের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে গাছের চারা রোপন করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। পরে সুনামগঞ্জ সরকারি কলেজের পাঁচতলা বিশিষ্ট নবনির্মিত ছাত্রীনিবাস উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী। এর আগে কলেজের নবনির্মিত প্রধান ফটকও উদ্বোধন করেন মন্ত্রী।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ