সুনামগঞ্জে আগামী বোরো মৌসুমে সার, বীজ, কীটনাশকসহ কৃষকদের যাবতীয় কৃষি উপকরণ বিনামূল্যে প্রদানের দাবিতে মাবববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপরে শহরের ট্রাফিক পয়েন্টে এ মাবববন্ধন কর্মসূচির আয়োজন করে হাওর বাঁচাও আন্দোলন।
এসময় বোরো চাষীদের সুদমুক্ত কৃষিঋণ প্রদান ও বিগত বছর হাওরের সঠিকভাবে ফসরক্ষা বাঁধ নির্মাকারী প্রকল্প বাস্তাবায়ন কমিটিকে শেষ কিস্তির টাকা পরিশোধেরও দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরু, সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক বিজন সেন রায়, সিনিয়র সদস্য ইয়াকুব বহলুল, অধ্যক্ষ রবিউল ইসলাম, মুর্শেদ আলম, সাংগঠনিক সম্পাদক একে কুদতর পাশা, জনসংযোগ সম্পাদক শহীদনূর আহমেদ, যুবনেতা দুর্যধন প্রমুখ। সংগঠনের যুগ্ম সম্পাদক সালেহীন চৌধুরী অনুষ্ঠান সঞ্চালনা করেন।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ