বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন কর্মসুচী পালন করা হয়েছে। শনিবার সকালে জেলা স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে শহরের ই.বি রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসুচী পালন করা হয়।
সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সদর থানা বিএনপির সভাপতি মজিবর রহমান লেবু, জেলা বিএনপির সহ-সভাপতি গাজী আজিজুর রহমান দুলাল, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, মির্জা মুরাদুজ্জামান, যুগ্ম সাধারন সম্পাদক নূর কায়েম সবুজ, শহর বিএনপির সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু ও সাধারন সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ প্রমুখ।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ