চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পলাশ আহমেদ (২৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে গ্রামের একটি নবনির্মিত ভবনে কাজ করার সময় এ ঘটনা ঘটে। নিহত পলাশ একই উপজেলার সদাবরী গ্রামের আব্দুর রফিকের ছেলে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস জানান, কার্পাসডাঙ্গা গ্রামের আবুজারের নবনির্মিত দোতলা ভবনে কাজ করছিলো পলাশ। এসময় অসাবধানতাবশত ভবনের বিদ্যুতের স্পর্শে দোতলা ভবন থেকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ