ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় প্রয়াত মুক্তিযোদ্ধাকে ভুয়া মুক্তিযোদ্ধা অভিহিত করে তার সম্পত্তি দখলের অভিযোগে প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানেরা এই কর্মসূচির আয়োজন করেন।
এর আগে, উপজেলা পরিষদ চত্বরের স্মৃতিসৌধের পাদদেশে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের মুক্তিযোদ্ধা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের প্রায় শতাধিক সদস্য অবস্থান করে প্রতিবাদ সমাবেশ করেন। মুক্তিযোদ্ধা ইউনুছ মিয়ার সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের প্রধান উপদেষ্টা দীপংকর ঘোষের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রফিকুল ইসলাম ও জমসেদ শাহ, মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নির্বাহী সভাপতি আবুল বাশার, সভাপতি শাখাওয়াত হোসেন খান, সহ-সভাপতি মাজহারুল ইসলাম।
বিডি-প্রতিদিন/শফিক