রংপুরের গংগাচড়া উপজেলার নোহালী এলাকায় তিস্তা নদীতে গোসল করতে গিয়ে রায়হান (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রায়হান নোহালী গ্রামের রইচ উদ্দিনের ছেলে এবং স্থানীয় নোহালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র বলে জানিয়েছেন গংগাচড়া থানার ওসি মশিউর রহমান।
অপরদিকে রংপুরের মিঠাপুকুরে খেলতে গিয়ে পুকুরে ডুবে বায়েজিদ হোসেন (৭) নামে অপর এক শিশুর মৃত্যু হয়েছে। একই দিন উপজেলার ভাংনী ইউপির বেনুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বায়েজিদ একই গ্রামের মালয়েশিয়া প্রবাসী দুলাল মিয়ার ছেলে। মিঠাপুকুর থানার ওসি জাফর আলী জানান, দুপুরে বাড়ির পাশে পুকুর পাড়ে শিশুদের সঙ্গে খেলছিল বায়েজিদ। একপর্যায়ে সে পুকুরে পড়ে যায়। পরে শিশুদের চিৎকারে স্বজনরা পুকুর থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/শফিক