কক্সবাজারে হোপ ফাউন্ডেশনের উদ্যোগে দুইদিন ব্যাপী আন্তর্জাতিক মানের মিডওয়াইফ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় হোটেল লংবীচে দেশের প্রথমবারের মতো অনুষ্ঠিত এই সম্মেলন শুরু হয়।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাসচিব ড. নাসিমা সুলতানা। বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির, ডিজিএমএন এর পরিচালক (প্রশাসক) শিরিন দিলহুর, ওজিএসবি’র প্রেসিডেন্ট প্রফেসর সামিনা চৌধুরী, বিএনএমসি’র রেজিস্ট্রার সুরাইয়া বেগম, ইউএনএফপিএ’র বাংলাদেশ প্রতিনিধি অসা টরকিলসন।
এছাড়াও সরকারি, দেশি বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিনিধি, কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন হোপ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ডা. ইফতিখার মাহমুদ মিনার। সম্মেলনে সার্বিক পরিচালনায় রয়েছেন হোপ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর কেএম জাহিদুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন হোপ হসপিটালের প্রধান মেডিকেল কর্মকর্তা নৃম্নয় বিশ্বাস।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ