‘তথ্য পাবে জনগণ, তথ্যে সবার উন্নয়ন, তথ্য সবার অধিকার থাকবে না কেউ পেছনে আর’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে শহরের খানজাহান আলী ডিগ্রি কলেজের সামনে থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
র্যালীতে জেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধিরা অংশ নেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ আবজাল, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দীন হায়দার, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন প্রমুখ।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ