বগুড়ায় নানা আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন পালন করা হয়েছে। জেলা আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন পৃথকভাবে কর্মসূচি পালন করে।
শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুকামনা করে বাদ আসর দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে জেলা পরিষদ চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত সভাপতি ডা. মকবুল হোসেন, সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনুসহ দলীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে বাদ যোহর জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে। সাংস্কৃতিক সংগঠন বাংলার মুখ জেলা শাখা বেলা ১১ টায় শহরে আনন্দ শোভাযাত্রা বের করে। অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতান মাহমুদ খান রনি।
এতে সংগঠনের সভাপতি হাসিবুল হাসান মুন, সাধারণ সম্পাদক সম্পাদক আব্দুল আউয়াল, জেলা ছাত্রলীগ সভাপতি নাইমুর রাজ্জাক তিতাসসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। এদিকে, জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মুকুল ইসলামের উদ্যোগে শহরের সাতমাথায় সকালে রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। এ কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া চেম্বার অব কমার্স সভাপতি মাসুদুর রহমান মিলন সিআইপি। এতে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুর রহমান দুলু, প্রচার সম্পাদক সুলতান মাহমুদ খান রনিসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সারিয়াকান্দির ফুলবাড়ী গমির উদ্দিন বহুমুখি স্কুল এ্যান্ড কলেজে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাদ যোহর দোয়া মাহফিলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোকছেদুল আলম, সিনিয়র শিক্ষক আব্দুল মান্নান, রেজা আহমেদ, আনোয়ার হোসেন, সাহাদত জামান, আব্দুল হালিম সহ শিক্ষকবৃন্দ অংশ নেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন