লালমনিরহাট সদর থানা পুলিশ পৃথক তিনটি অভিযানে ৪১৫০ পিস ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে । শনিবার দুপুরে পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে সদর থানা পুলিশ।
আটককৃতরা হলেন লালমনিরহাট পৌরসভার টেলিফোন ভবন এলাকার হাসান আলীর মেয়ে কলি আক্তার (২৩), কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার বলিয়ামারী এলাকার ফুলু মিয়ার ছেলে রিপন মিয়া (২২), একই জেলার চিলমারী উপজেলার সোনারীপাড়া গাবেরতল গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মুকুল মিয়া (২৩) ও খাগড়াছড়ির মহলছরি উপজেলার কাটিনটিলা এলাকার শাহজামালের ছেলে শাহিনুজ্জামান (২৬)।
জানা জানান, সদর উপজেলায় মাথার চুলের খোপায় ইয়াবা পাচার হচ্ছে এমন একটি খবরে সদর উপজেলার সাঁকোয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে কলি আক্তার নামে এক নারীকে আটক করে তার মাথার খোপা থেকে একশত পিস ইয়াবা উদ্ধার করে।
অপর দুইটি অভিযানে সদর উপজেলার তিস্তা সড়ক সেতুর টোল প্লাজায় তল্লাশী চালিয়ে কুড়িগ্রাম থেকে বগুড়া গামি এক যাত্রীবাহি বাসের দুই যাত্রী রিপন ও শাহিনুজ্জামানের কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই এলাকায় অপর একটি অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মুকুল মিয়া নামে এক মাদকবিক্রেতাকে আটক করা হয়।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আটককৃতদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ