খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচী পালন করেছে জেলা স্বেচ্ছাসেবকদল। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ শনিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধনে জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি তরিকুল ইসলাম ঝলক ও সাধারন সম্পাদক এম, এ রৌফের নেতৃত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ হাসানুজ্জামিল শাহিন, জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু প্রমূখ।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি এডভোকেট মাহবুবুর রহমান রিপন, যুগ্ম-সম্পাদক কামরুল হাসান উজ্জল, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল করিম জুয়েল, সহ-সাধারন সম্পাদক মিজানুর রহমান সাজু, আব্দুল বারেক মিয়া, উজ্জল হোসেন, সদর থানা সেচ্ছাসেবকদলের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, সাবেক জিএস সৈয়দ আব্দুল মান্নান বাবুসহ অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ