ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরায় জেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ শনিবার বেলা ১২টার সময় বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. ফরিদা আক্তার বানু’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন অর-রশিদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সাঈদ বিশ্বাস, জেলা আওয়ামী লীগ নেতা শেখ নুরুল হক, ডা. মুনসুর আহম্মেদ, মোকছুমুল হাকিম, সদর এমপি পুত্র তানজির আহমেদ প্রমূখ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা।
দোয়া অনুষ্ঠানে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
বিডি-প্রতিদিন/মাহবুব