বরিশালের বানারীপাড়ায় নগদ অর্থ ও জুয়া খেলার সরঞ্জামসহ ৬ জুয়ারিকে আটক করেছে পুলিশ। আটক ৬ জন হলেন ইসরাফিল ঘরামী, আব্দুর রাজ্জাক হাওলাদার, আব্দুল মান্নান হাওলাদার, খলিলুর রহমান, ফকরুল ইসলাম ও শাহাদাত হোসেন।
তাদের বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করে আজ শনিবার আদালতে মাধ্যমে কারাগারে প্রেরন করেছে। এর আগে গত শুক্রবার দুপুরে ওই উপজেলার সিমান্তবর্তী ইন্দেরহাওলা গ্রাম থেকে নগদ ৭ হাজার ৮ ০০ টাকা এবং দুই জোড়া তাদেরকে আটক করা হয়।
বানারীপাড়া থানার ওসি খলিলুর রহমান ৬ জুয়ারী আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, মামলাটি তদন্তের জন্য এসআই সুজিদ কুমার বিশ্বাসকে দায়িত্ব দেয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ