নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে জমে উঠেছে মাঠ। নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এবারের সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২ জন চেয়ারম্যান প্রার্থী ও ইউপি সদস্য পদে ২৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এবারের নির্বাচনে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আলহাজ সালাউদ্দিন ভুইয়া ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীকে নির্বাচন করছেন কবির হোসেন। এ নির্বাচনে প্রচারনায় এগিয়ে নৌকা প্রতীকের প্রার্থী সালাউদ্দিন ভুইয়া। তিনি প্রতিদিনই ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে গণসংযোগ, উঠান বৈঠক করছেন। তিনি ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন।
শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নৌকা প্রতীকের প্রার্থী সালাউদ্দিন ভুইয়া সদর ইউনিয়নের জাঙ্গীর বাজার, কুদুর মার্কেটসহ কয়েকটি এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নৌকা প্রতীকের প্রার্থী সালাউদ্দিন ভুইয়া বলেন, নির্বাচনকে সামনে রেখে ভোটারদের ধারে ধারে গিয়ে ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। আমি নির্বাচিত হলে সদর ইউনিয়নে যে সকল উন্নয়ন বাকি রয়েছে তা সম্পন্ন করব। এছাড়াও সন্ত্রাস, মাদক, বাল্যবিয়ে ইফটিজিং রোধ ও বয়স্কভাতা, বিধবা ভাতার ব্যবস্থা করব।
উপজেলা নির্বাচন অফিসার মাহাবুবুর রহমান জানান, আগামী ১৪ অক্টোবর সদর ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য উপজেলার পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম