পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে। মাদক, জুয়া, ক্যাসিনোসহ অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থেকে সবাইকে সুপথে থাকতে হবে। তাহলেই ২০৪১ সালের আগেই বাংলাদেশ উন্নত দেশে রূপান্তর হবে। রূপগঞ্জ উপজেলার ভুলতা ফ্লাইওভার ও শীতলক্ষা সেতু মেগা প্রজেক্ট। এ সকল উন্নয়ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই সম্ভব হয়েছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় 'শুভ দিনে সোনার বাংলার স্বপ্ন কথা' স্লোগানকে সামনে রেখে এ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে এক মাসব্যাপী আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় মন্ত্রী আরও বলেন, মুড়াপাড়া রূপগঞ্জ প্রেসক্লাব থেকে উপজেলা পরিষদ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ছবি দেখে তিনি মুগ্ধ। এ অনন্য উদ্যোগের জন্য মন্ত্রী উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমকে ধন্যবাদ জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিন, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শাহজাহান ভুইয়া, সহকারী কমিশনার (ভুমি) তরিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আলম নিলা, মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ আল মাছ প্রমুখ।
ইউএনও মমতাজ বেগম বলেন, মঠেরঘাট থেকে উপজেলা পরিষদ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে রাস্তার দুই পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। 'শুভ দিনে সোনার বাংলার স্বপ্ন কথা' স্লোগান নিয়ে এ প্রদর্শনী চলবে মাসব্যাপী। প্রদর্শনী পরিদর্শন করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম