ময়মনসিংহের ফুলপুরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
র্যালিশেষে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে 'মানসিক স্বাস্থ্যের উন্নয়ন ও আত্মহত্যা প্রতিরোধ' প্রতিপাদ্য বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রাণেশ চন্দ্র পণ্ডিত।
এসময় মেডিকেল অফিসার ডা. লতিফুল আলম খান সায়মন, ডা. আসাদুজ্জামান লিমন, আব্দুল হাই আকন্দ, স্বাস্থ্য পরিদর্শক জহিরুল ইসলাম, নার্সিং ইন-চার্জ রাখি সায়মা প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তব্যে ডা. প্রাণেশ চন্দ্র পণ্ডিত বলেন, আমরা সাধারণত শারীরিক স্বাস্থ্যের প্রতি নজর দিয়ে থাকি। মানসিক স্বাস্থ্যের প্রতি নজর দেই না। মানসিক স্বাক্ষ্যের প্রতি নজর না দেওয়ায় দিন দিন আত্মহত্যা ও বিষপানের মত অনাকাঙ্ক্ষিত ঘটনা বাড়ছে। এসব প্রতিরোধ করতে হলে মানসিক স্বাস্থ্যের প্রতি আমাদের গুরুত্ব ও সচেতনতা বৃদ্ধি করতে হবে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ