২০ অক্টোবর, ২০১৯ ০২:৩৮

কুষ্টিয়ায় মা হলেন মানসিক প্রতিবন্ধী হাসনা

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ায় মা হলেন মানসিক প্রতিবন্ধী হাসনা

কুষ্টিয়ায় মানসিক প্রতিবন্ধী হাসনা (৩০) পুত্র সন্তানের মা হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে (নরমাল ডেলিভারি) বাচ্চাটির জন্ম হয়। তাঁর পক্ষে দেখভাল করা সম্ভব নয় বলে সমাজসেবা অধিদপ্তর বাচ্চাটির দায়িত্ব নিয়েছে। 

হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে পারুল নামের এক নারী মানসিক প্রতিবন্ধী হাসনাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের লেবার ওয়ার্ডে ভর্তি করেন। পরে রাত দুইটার দিকে নরমাল ডেলিভারিতে ফুটফুটে ছেলে বাচ্চাটির জন্ম হয়। জন্মের সময় বাচ্চাটির ওজন ছিল মাত্র ১ কেজি ৭’শ গ্রাম। এতে নবজাতকের নানা সমস্যা দেখা দিলে তাকে হাসপাতালের স্ক্যানু ওয়ার্ডে নিয়ে চিকিৎসা দেয়া হয়। আর তার মা হাসনা লেবার ওয়ার্ডে রয়েছেন।

এদিকে, বাচ্চাটি নিতে একাধিক জন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন।

এব্যাপারে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার সরকার জানান, ওই বাচ্চা ও তার মা আমাদের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে। তাদের বিষয়ে সমাজসেবা অধিদপ্তরকে পুনর্বাসন করার জন্য চিঠি দিয়েছি। এখান থেকে বাচ্চা দেওয়ার কোন এখতিয়ার আমাদের নেই।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর