উদীচী শিল্পী গোষ্ঠী কিশোরগঞ্জ জেলা সংসদের ১০ম সম্মেলন উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার সকালে কিশোরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সম্মেলন উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক প্রাণেশ কুমার চৌধুরী।
উদীচী শিল্পী গোষ্ঠী জেলা সংসদের সভাপতি অ্যাডভোকেট শেখ নূরুন্নবী বাদলের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি অধ্যাপক বদিউর রহমান। অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত আছেন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আ: সালাম রিপন, কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন, কেন্দ্রীয় সংসদের সংগঠন বিষয়ক সম্পাদক কংকন নাগ ও কেন্দ্রিয় সংসদের সদস্য যীশুতোষ তালুকদার।
উদ্বোধনী অনুষ্ঠানের পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাবের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মিলনায়তনে আলোচনা সভা ও গণসঙ্গীত অনুষ্ঠিত হয়। বিকালে কাউন্সিল অধিবেশনে প্রতিনিধিদের উপস্থিতিতে জেলা কার্যকরী কমিটি গঠন করা হবে। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সংসদের সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মণ।
বিডি প্রতিদিন/ফারজানা