বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে খুলনায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত হয়েছে।
শনিবার নগরীর বয়রায় খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইনে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।
পরে একটি বর্ণাঢ্য র্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন অতিরিক্ত আইজিপি বিশ্বাস আফজাল হোসেন।
অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, নিরপেক্ষ, সততা ও স্বচ্ছতার সাথে পুলিশ বাহিনীকে এগিয়ে যেতে হবে। পুলিশ ও জনগণ ঐক্যবদ্ধ হলে সমাজ থেকে জঙ্গিবাদ, মাদক ও সন্ত্রাস নির্মূল করা সম্ভব।
খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবিরের সভাপতিত্বে বক্তৃতা করেন পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট মাসুদুর রহমান ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মাহবুব হাকিম, র্যাব-৬’র অধিনায়ক লেফ. কর্নেল মো. নুরুস সালেহীন ও খুলনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম হাবিব, মহানগর কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ডা. একেএম কামরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক শেখ সৈয়দ আলী।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন