সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি বলেন, বাংলাদেশের নারীদের অগ্রগতি এনে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বের ইতিহাসে রেকর্ড একজন নারী একটি রাজনৈতিক দলের ৪০ বছর ধরে সভাপতির দায়িত্ব পালন করছেন। আজকে শেখ হাসিনা বিশ্বের দ্বিতীয় শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী।
শনিবার জামালপুর জেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যকালে মির্জা আজম এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, বাংলাদেশের বিভিন্ন জেলায় আজ জেলা প্রশাসক-পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন নারীরা। দেশের ৫০০ উপজেলার মধ্যে ২০০ উপজেলায় ইউএনও হিসেবে নারীরা দায়িত্ব পালন করছেন। আজ সংসার থেকে শুরু করে সকল ক্ষেত্রে নারীরা এগিয়ে চলছে। নারীদের এই অগ্রযাত্রা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য।
দলীয় কার্যালয় প্রাঙ্গনে আয়োজিত মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে জামালপুর জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক রাশেদা ফারুকীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাফিয়া খাতুন, সাধারণ সম্পাদক মাহমুদা বেগম, সাবেক ভূমিমন্ত্রী আলহাজ্ব রেজাউল করিম হীরা, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি, সংসদ সদস্য আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল, ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন প্রমুখ।
জামালপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আঞ্জুমান আরা হেনা জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি, সাঈদা আক্তার সহ-সভাপতি, হাছিনা বেগম সাধারণ সম্পাদক এবং তৃতীয় লিঙ্গের ময়ুরী বেগম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন