'পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-সন্ত্রাস-জঙ্গীবাদমুক্ত দেশ গড়ি'-এই স্লোগানকে সামনে রেখে ইন্ড্রাস্ট্রিয়াল কমিউনিটি পুলিশ-২০১৯ উপলক্ষে সাভারে আলোচনা সভা-র্যালি ও সেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে সাভারের আশুলিয়ায় অবস্থিত ইন্ড্রাস্ট্রিয়াল পুলিশ-১ এর উদ্যোগে ইন্ড্রাস্ট্রিয়াল কমিউনিটি পুলিশের এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এনামুর রহমান এমপি।
ড. এনামুর রহমান বলেন, স্বাধীনতার সময়কালে ভাবা হতো পুলিশ হয়তোবা জনগণের বন্ধু না। পুলিশ এবং জনগণের মধ্যে সব সময় একটি দুরত্ব থাকতো। যার কারণে জনগণ পুলিশের কাছে মানুষ যে সেবা নিবে সেটাও কষ্টকর ছিলো। কমিউনিটি পুলিশের মধ্যেমে জনগণ-পুলিশ যে ফারাক ছিলো সেটা এখন আর নেই। এখন পুলিশ জনগণের বন্ধু হিসেবে কাজ করছেন। যার কারণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পুলিশ ও জনগণ মিলে দেশের জঙ্গিবাদ, সন্ত্রাস ও সকল প্রকার দুর্নীতি ঠেকাতে সক্ষম হয়েছে। এছাড়া বঙ্গবন্ধু ও বাংলাদেশের চেতনা বিরোধী যে শক্তি ছিলো সেটাও দমন হয়েছে। কমিউনিটি পুলিশের এটাই সফলতা, জনগণ ও পুলিশের মধ্যে ব্যবধান কমিয়ে জনগণকে সম্পৃক্ত করে রাষ্টের সকল সমস্যা দুর করে যাচ্ছে৷
ইন্ড্রাস্ট্রিয়াল পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) সানা সামিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশেষ অতিথি বিজিএমএর সভাপতি রুবানা। তিনি বলেন, পুলিশ সকলের স্বার্থ রক্ষা করে। আইনের শাসনের মধ্যে দিয়ে কিন্তু সব সম্ভব নয়। মমতাবোধ ও আন্তরিকতার সাথে যেভাবে পুলিশ আমাদের পাশে থাকে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।
এর আগে, ইন্ড্রাস্ট্রিয়াল পুলিশের কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি ইন্ড্রাস্ট্রিয়াল পুলিশ কার্যালয়ের কয়েকটি পথ প্রদক্ষিণ করে শেষ হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইন্ড্রাস্ট্রিয়াল পুলিশের এ্যাডিশনাল জেনারেল আব্দুস সালাম, পিপিএম। এছাড়া আরও উপস্থিত ছিলেন শ্রমিক প্রতিনিধি ও পুলিশের কর্মকর্তারা
এসময় অতিথিরা কমিউনিটি পুলিশের গুরুত্বারোপ করে দেশের জন্য কাজ করে যাওয়ার তাদের আহ্বান জানান।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ