“পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি”-এই স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ময়মনসিংহের হালুয়াঘাটে “কমিউনিটি পুলিশিং ডে-২০১৯” পালিত হয়েছে ।
এ উপলক্ষে আজ শনিবার সকালে হালুয়াঘাট থানা পুলিশের আয়োজনে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। বিভিন্ন স্লোগান সম্বলিত ফেস্টুন আর ব্যানারের মাধ্যমে র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জয়িতা মহিলা মার্কেট মাল্টিপারপাস হলরুমে আলোচনা সভায় যোগ দেয়।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম।
আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রেজাউল করিম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, উপজেলা কমিউনিটি পুলিশিং'র সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মোরশেদ আনোয়ার খোকন, হালুয়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আলমগীর পিপিএমসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কমিউনিটি পুলিশিং এর সদস্যগণ, এলাকার সুধীজন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্থানীয় সাংবাদিক, গ্রাম পুলিশসহ অনুষ্ঠানে থানা পুলিশের বিভিন্ন স্তরে কর্মরত পুলিশ সদস্যরা।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপ-পুলিশ পরির্দশক মোহাম্মদ মনোয়ার হোসেন। এসময় বক্তারা দেশ ও এলাকার উন্নয়নে গড়ে তুলতে হলে সকলে একযোগ হয়ে কাজ করতে হবে। এতে মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত হবে। পুলিশের সেবা নেওয়া এটা হল মূল উদ্দেশ্য বলে প্রত্যয় ব্যক্ত করেন।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ